৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত - আলোকিত পূর্বধলা ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত
Header Ads

৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত

ঢাকা: শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে দুই লটে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এর মধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি শিল্প মন্ত্রণালয়ের এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে সরকারের ব্যয় হবে ৩১৫ কোটি টাকা ১৫ লাখ টাকা।,

বুধবার (৩ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক।,


মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি কর্তৃক কাফকো, বাংলাদেশ থেকে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৫৭ কোটি ৩২ লাখ সাত হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।,


তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে আরেকটি প্রস্তাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সেবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানিকে সৌদি আরব থেকে ৩য় লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৫৮ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৬০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।,


সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটিতে কমিটির অনুমোদিত ৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৭৬৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ১০০ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যাবে।,



from Sarabangla https://ift.tt/5r0H7fw

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন