২৯ জুলাই মুক্তির পর থেকে বেশ ভালোভাবে চলছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। ছবিটি অধিকাংশ সিনেমা হলে রেকর্ড ব্যবসা করছে। আলোচিত ছবিটি এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। ইউরোপ আমেরিকার ৪টি দেশের দর্শকরা প্রথম পর্যায়ে ছবিটি দেখতে পাবেন।
আস্তে আস্তে অন্যান্য দেশেও ছবিটি মুক্তি পাবে। ইউরোপ আমেরিকার যে সকল দেশে ছবিটি মুক্তি পাবে- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা। এর মধ্যে আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়।
মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।
চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। ‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। The post চার দেশে ‘হাওয়া’
appeared first on Sarabangla http://dlvr.it/SVzPxk
ট্যাগ:
বিনোদন