ঢাকা: গ্রাহকের ২৫ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করলো পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির সাত হাজার ৪৬৮ জন গ্রাহকে বিমা দাবির ২৪ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ১৮৯ টাকার চেক হস্তান্তর করা হয়।,
বুধবার (৩ আগষ্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমা দাবির এই চেক পরিশোধ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।,
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা। প্রধান অতিথির বক্তব্যে আইডিআরএ‘র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারলে বিমা খাতে ধস নামবে। বিমা খাতের ভাবমূর্তি ভাল না। তবে এ খাতের সম্ভাবনা অনেক বেশি।,
তাই সরকার এ খাতের প্রতি অনেক গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার সমানতালে না চললে দেশ ভালোভাবে চলতে পারে না। দেশের উন্নয়নে বীমা খাতকে অবশ্যই ভালো করতে হবে। মোহাম্মদ জয়নুল বারী বলেন, বিমার নেতিবাচক ভাবমূর্তির অন্যতম কারণ সুশাসনের অভাব। আইডিআরএ খাতটিতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। কোম্পানিগুলো উচ্চহারে কমিশন দিয়ে বিমা ব্যবসা করছে। তাদের প্রশাসনিক খরচও অনেক বেশি। অনেক কোম্পানি শতভাগ বা তারও বেশি খরচ করছে। তাই দাবি পরিশোধ করতে সমস্যা হচ্ছে। এটা খুবই দুঃখজনক।,
বিমা খাত অদক্ষ জনবল দিয়ে পরিচালিত হচ্ছে উল্লেখ করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, অদক্ষতার কারণে তারা গ্রাহকদের এটা সেটা বুঝিয়ে বিমা করায়। বিমার সঠিক তথ্য তারা গ্রাহকদের দেয় না। এ কারণে বিমার প্রতি মানুষে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিআরএ‘র, সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম, সদস্য (লাইফ) কামরুল হাসান ও সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মো. সিরাজুল হায়দার এনডিসি, সাবেক প্রধান বিমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ। প্রসঙ্গত, পপুলার লাইফ এ পর্যন্ত ৩৮ লাখ ৫২ হাজার ৯০৩ জন গ্রাহককে ৫ হাজার ২৩৯ কোটি ৬ লাখ ৫২ হাজার টাকা বিমা দাবি পরিশোধ করেছে।,
The post appeared first on Sarabangla |http://dlvr.it/SW1Rtj
ট্যাগ:
অর্থ ও বাণিজ্য