দেখা মিলছে না বুবলির - আলোকিত পূর্বধলা দেখা মিলছে না বুবলির

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

দেখা মিলছে না বুবলির

ঢাকা: সকালে ছেলে সন্তানের ছবি প্রকাশের পর থেকে চিত্রনায়িকা বুবলির বাসার সামনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। কিন্তু বুবলির দেখা নেই। 
বুবলীর বাসার দারোয়ান ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সকাল থেকে বাসায় নেই বুবলি। প্রতিবেশীরা জানান, বুবলির ছেলে থাকার বিষয়টি তারা আগে থেকেই অবগত ছিলেন। তবে ওই ছেলের বাবা যে নায়ক শাকিব খান তা তারা জানতেন না। বুবলির ব্যবহৃত গাড়িটিও বাসার গ্যারেজে পড়ে থাকতে দেখা যায়।,


শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বুবলি 'চাদর' ছবির সেটে থাকার কথা থাকলেও পরিচালক জাকির হোসেন রাজু জানিয়েছেন, নায়িকা সেখানে না যাওয়ায় তারা ছবির শুটিং বন্ধ রেখেছেন। এ ছাড়া সন্ধ্যায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির নাচের প্র্যাকটিসের জন্য বুবলির নিকেতনে যাওয়ার কথা থাকলে সেখানেও যাননি। সেটিও বুবলি বাতিল করেছেন বলে নির্ভরশীল একটি সূত্র নিশ্চিত করেছে।,


The post appeared first on Sarabangla http://dlvr.it/SZGxRm

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ