হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘স্কুল ড্রেস’ না পরে বোরকা পড়ে আসার অভিযোগে ছাত্রীকে শাস্তি দেওয়ার ঘটনায় সহকারী শিক্ষক মৌসুমী রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (৩১ জুলাই) বিকেলে বিদ্যালয় সভাকক্ষে দীর্ঘ আলোচনা শেষে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।,
এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ও বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার নির্দিষ্ট স্কুল ড্রেস ছাড়া শ্রেণীকক্ষে আসে। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী রায় তাকে অমানবিক শাস্তি প্রদান করেন।,
শাস্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুরে তোলপাড় সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে জেলা প্রশাসন অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, ইতিমধ্যে এ ঘটনায় সহকরী শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।,
তদন্তকমিটি আগামী ৩ দিনেরমধ্যে রিপোর্ট প্রদান করবেন বলেও তিনি জানিয়েছেন।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SVrPP4