মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত - আলোকিত পূর্বধলা মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত
Header Ads

মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত

মেহেরপুর: কৃষিকাজ করার জন্য মাঠে যাওয়ার পথে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।,
নিহত সুন্নত আলী ওই গ্রামের বকুল মন্ডলের ছেলে। মেহেরপুর সদর থানা ওসি (ভারপ্রাপ্ত) মেজবাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, কৃষক সুন্নত আলী সোমবার সকালে কৃষিকাজ করার উদ্দেশ্যে মাঠে রওনা হন। পথিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি চাঁতালের মাঠে একটি কদম গাছের নিচে আশ্রয় নেন।, 


এসময় বজ্রপাত সুন্নত আলীর শরীরে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।,


 The post  appeared first on Sarabangla http://dlvr.it/SVrshK

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন