পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :
দেশব্যাপী বিএনপি, জামাত শিবিরের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।,
মিছিলটি পূর্বধলা বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।,
সমাবেশে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোলায়মান হোসেন হাসিব প্রমুখ।,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল,যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক হাশিমা আক্তার বিরহী, অধ্যক্ষ গোলাম মোস্তফা, যুবলীগের সাবেক সভাপতি মাসুদ আলম টিপু ও জেলা কৃষক লীগের সাবেক সদস্য মাজহারুল আলম শাহ্ পিয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।,
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি, জামাত, শিবির আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য ও পুলিশের উপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। তারা জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা প্রদান করে।,