পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা:
নেত্রকোনার পূর্বধলায় আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ফিরোজা খাতুন (২২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। সে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী ।,
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে নাটেরকোনা গ্রামের ফজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম বিয়ে করেন একই গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের মেয়ে ফিরোজাকে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন বেশ ভালই চলছিল।,
হঠাৎ আজ সোমবার বিকেলে ফিরোজা সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।,
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল আলম জানান, কি কারনে আত্মহত্যা করেছে এই মহুর্তে বলা যাচ্ছেনা। ধারনা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।,