বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে বরিশাল প্লাজায় - আলোকিত পূর্বধলা বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে বরিশাল প্লাজায়
counter customizable free hit
shahin-whatsapp

Contact us

Contact us for all your questions!

goomsiteAny question!Chat with us!

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে বরিশাল প্লাজায়

পূর্বকন্ঠ ডেস্ক: বঙ্গবাজারের আগুন মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ছড়িয়ে পড়েছে পাশের বরিশাল প্লাজায়।  সাড়ে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি।  ভয়াবহ আকার ধারণ করছে আগুন।  আগুন  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। 

ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের পাইপে পানি নেই। তারা মার্কেটের ভেতরে না ঢুকে বাইর থেকে পানি দিচ্ছে। অথচ, এটা টিনের মার্কেট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।  ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট পানি ছিটানোর কাজ ব্যাহত হয়েছিল। এখন পানি দেওয়ার কাজ চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে। ,


মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ৬ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠায়। এতে একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।  ,’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন