পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় এক হত-দরিদ্র অসহায় বৃদ্ধাকে নিজ অর্থায়নে একটি টিনসেট ঘর করে দিলেন নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল।
শনিবার (১০ জুন ) দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা গ্রামের বৃদ্ধা মগলের নেছার (৭৬) জন্য নির্মিত নতুন ঘরটি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন ওই মনোনয়ন প্রত্যাশী নেতা। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, রোজা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি রুবেল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা আরশাদ শেখ, রাজিবুল ইসলাম রাজিব, যুবলীগ নেতা শেখ ফরিদ আহমেদ রাজীব, নেত্রকোনা জেলা যুব শ্রমিকলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন খান, মোঃ রাসেল খান, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান আকাশ প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধাকে নিয়ে একটি পোস্ট দেখেন পূর্বধলা উপজেলার কৃতি সন্তান রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল। আর তখনি তিনি ওই বৃদ্ধাকে নিজস্ব অর্থায়নে একটি ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক অল্প সময়েই বৃদ্ধার বাড়িতে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়।,
নতুন ঘরটি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন মগলের নেছা । তিনি জানান, আমার থাকার জায়গা ছিল না। রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল সাহেব আমার জন্য ঘরটি নির্মাণ করে দিলেন। আমার অনেক খুশি লাগছে। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ।,
এব্যাপারে রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল বলেন, আমাদের সমাজের অনেক অসহায় মানুষ রয়েছে। যারা দু মুঠো ভাত ও খেতে পারে না। আমরা যদি সকলে মিলে মিশে সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাড়াই তবে আমাদের দেশটা অনেক সুন্দর ও সুখি হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম নিখিল এর পরামর্শক্রমে এই অসহায় মহিলাটির জন্য নতুন একটি ঘর নির্মাণ করে দিতে পেরেছি।,’