গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ উপজেলার হাপানিয়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে ও স্থানীয় ফাজিলপুর বাজারে অবস্থিত রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক।
র্যাব জানায়, রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক আবুল কালাম আজাদ তার স্কুলের ২য়, ৩য় ও ৫ম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করছিলেন। এরই মধ্যে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী (১০) পরিচালক কালামের সঙ্গে আত্মীয়তার সুবাদে তার বাসায় থাকত। রাতে বিভিন্ন সময় ওই শিক্ষার্থীকে যৌন নির্যাতনের চেষ্টা করতেন পরিচালক কালাম। তা ছাড়া স্কুল চলাকালীন সকালে ও বিকালে এবং স্কুল ছুটির পর কৌশলে ডেকে নিয়ে স্কুলের বাথরুমে ও তার কক্ষে যৌন নির্যাতন করতেন পরিচালক কালাম। এতে করে ওই শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না। স্কুলে যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে।
এ ঘটনায় ভিকটিমের নানা মো. আব্দুল বারেক (৫৪) বাদী হয়ে রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে পূর্বধলায় থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।
র্যাব-১৪, ময়মনসিংহের অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে পূর্বধলায় থানায় হস্তান্তর করা হয়েছে।,'