আজ বৃহস্পতিবার (১৫ জুন ) বিকালে উপজেলার মৌদাম বাজার টু বারহা বোটবাজার সড়কের পূর্ব মৌদাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ ওই পূর্ব মৌদাম গ্রামের আনিছুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান,শিশু আবু সাঈদ আজ বিকাল তিনটার দিকে তাদের বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। এ সময় মৌদাম বাজার থেকে একজন যাত্রীসহ অটোরিকশাটি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয় ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।