পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে ইভান খন্দকার (২) নামের এক শিশু মারাগেছে। আজ শুক্রবার ( ৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভান খন্দকার উপজেলা সদরের নয়া পাড়া এলাকার সাইফুল ইসলাম খন্দকারের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, ইভান শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।,
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।,