এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে বুধবার (৭ জুন) সকালে ১৬২ বোতল ভারতীয়সহ আসিফ মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসিফ গাজীপুর জেলার শ্রীপুর খানার কেওরা পশ্চিম খন্ড গ্রামের মোস্তফা কামালের ছেলে।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মাদক মুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে লক্ষ্যে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় মদসহ আসিফ নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।,
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আটককৃত আসিফ মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।,’
ট্যাগ:
আইন-আদালত