পূর্বধলায় প্রাথমিকে শ্রেষ্ঠ হলেন যারা - আলোকিত পূর্বধলা পূর্বধলায় প্রাথমিকে শ্রেষ্ঠ হলেন যারা
Header Ads

পূর্বধলায় প্রাথমিকে শ্রেষ্ঠ হলেন যারা

শফিকুল আলম শাহীন :

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর আওতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের বাছাই আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানাগেছে, যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর আওতায় উপজেলার খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোদাদাদ শাহ ফকির (কোকিল) উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

অপর দিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝিনাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেবেকা সুলতানা, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মৌদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ শাহা আলম শিপন, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানন বালা, শ্রেষ্ঠ কাব শিক্ষক উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনন্যা দে, শ্রেষ্ঠ বিদ্যালয় বাইনজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা শিক্ষা অফিসের মো. বাছির উদ্দিন ও শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ফাহমিদা ইয়াছমিন।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক জানান, যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে যাচাই বাচাই ও সাক্ষাতকারের মাধ্যমে তাদেরকে উপজেলা পর্যায়ে নির্বাচিত করা হয়েছে। পরে তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন