দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। ,
এ উপলক্ষে সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের সঞ্চালনায় ও নবাগত প্রধান শিক্ষক সুব্রত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, শিক্ষক কে.এম মাহমুদুল হাসান, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপুসহ স্কুলের শিক্ষকবৃন্দ। ,
আলোচনা শেষে প্রধান অতিথি, জিপিএ-৫ প্রাপ্ত রোহিন লাল বিশ্বাস, তাহসিন আল মুজাহিদ, দুর্জয় চন্দ্র শীল, জামিরুল ইসলাম এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। ,