পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু - আলোকিত পূর্বধলা পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার পূর্ব মৌদাম গ্রামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।  নিহত শফিকুল ওই গ্রামের আবুল কাশেম ওরফে  মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম রাজ মেস্ত্রির কাজ করতো। প্রতিদিনের মতো সোমবার দুপুর দেড়টার দিকে সে পূর্ব মৌদাম গ্রামের ফজলু বেগের বাড়িতে একটি হাফ বিল্ডিং ঘরের কাজ করছিল,  সময় অসাবধানতাবসত ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে শফিকুল বিদ্যুতায়িত হয়ে নীচে পড়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ