দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২৮ বোতল ভারতীয় মদসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার (৮ এপ্রিল) গভীর রাতে সদর ইউনিয়নের দাহাপাড়া এলাকার একটি স্কুলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর ইউনিয়নের থাউসালপাড়া গ্রামের শাহেদ আলীর ছেলে শফিউল্লাহ (১৯) ও নলুয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে লিটন মিয়া (২০)।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের পথে মাদক আসার খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ২৮ বোতল মদ সহ ২ জন আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান অব্যঅহত থাকবে বলে জানান তিনি।,