পূর্বধলায় বিএনপির ১৩ নেতা-কর্মী আটক - আলোকিত পূর্বধলা পূর্বধলায় বিএনপির ১৩ নেতা-কর্মী আটক
counter customizable free hit
shahin-whatsapp

Contact us

Contact us for all your questions!

goomsiteAny question!Chat with us!

পূর্বধলায় বিএনপির ১৩ নেতা-কর্মী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (৭এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্বধলা বাজারে এক বিএনপি নেতার কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান তালুকদার (৬৬), উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার (৫২), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ (৬০), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আঃ গফুর (৬৫), নেত্রকোনা জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম (৭০), উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ (৫২), যুগ্ম আহবায়ক আবুল হাসনাত (৫৩), শাকিল হায়াত খান বাদশা (৪৪), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলেমান কবীর পাপ্পু (২৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ জহিরুল ইসলাম (৩৪),  মোঃ রফিকুল ইসলাম (৩৫), সেলিম (২৮) ও এনায়েত হোসেন (২৩) ।


পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত ৮ এপ্রিল শনিবার অবস্থান কর্মসূচি উপলক্ষ্যে শুক্রবার (৭এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পূর্বধলা বাজারস্থ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  ইশতিয়াক আহমেদ বাবুর ব্যক্তিগত অফিসে ওই নেতাকর্মীরা দেশ বিরোধী ষড়ষন্ত্র বিশেষ করে সরকার পতনের উদ্দেশ্যে আতœঘাতি কার্য্যের মাধ্যমে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস ও নাশকতা সৃষ্টি লক্ষ্যে গোপন বৈঠক করছিল।  এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ০৬টি ককটেল, বেশ কিছু লোহার পাইপ ও লাঠি সোটাসহ তাদেরকে আটক করা হয়।, 


ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করে।,' 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন