ডলার বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ‘৫ জি’ প্রকল্প ফেরত - আলোকিত পূর্বধলা ডলার বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ‘৫ জি’ প্রকল্প ফেরত
Header Ads

ডলার বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ‘৫ জি’ প্রকল্প ফেরত

ডলার বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ‘টেলিটকের নেটওয়ার্কে বাণিজ্যিকভাবে ৫জি প্রযুক্তি চালুকরণ’ শীর্ষক প্রকল্পটি ফেরত দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৮০ শতাংশ ব্যয় ডলারে করতে হতো বলে আপাতত এটি স্থগিত করেন তিনি।,

মঙ্গলবার (২ আগস্ট) একনেক বৈঠক শেষে এই তথ্য জানা যায়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরবর্তীতে বিদেশি ঋণ পাওয়া গেলে, বিচার বিবেচনা করে প্রকল্পটি নেওয়া হবে।’


একনেক বৈঠকে বিভিন্ন প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ফাইভ জি’র আগে সারাদেশে ফোর জি নেটওয়ার্ক সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই মুহূর্তে হাওর, গ্রাম ও দুর্গম এলাকা ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণ করতে হবে।,


প্রধানমন্ত্রী বলেন, ‘তিল গবেষণায় বিশেষ গুরুত্ব দিতে হবে। উত্তরা লেক উন্নয়নের সময় ড্রেন, কালভার্ট নির্মাণ করা হবে। সেগুলো যেন স্লোপ থাকে। পানি যেন ঠিক মতো চলাচল করতে পারে।’ এছাড়া এ প্রকল্পে এসটিপি (সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট) স্থাপন এবং বাধঁগুলোতে বেশি করে ঝাউ গাছ লাগানোর পরামর্শও দিয়েছেন সরকারপ্রধান।,



from  Sarabangla  https://ift.tt/rmH35cI

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন